ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা সম্ভাবনাময় জনশক্তি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা সম্ভাবনাময় জনশক্তি।
বুধবার সকালে রাজধানীতে ‘আরবি ভাষা ও ইসলামি জ্ঞান’ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কৃষিবিদ ইন্সটিটিউশনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘আরবি ভাষা ও ইসলামি জ্ঞান’ জাতীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় জ্ঞান চর্চা, আরবি ভাষার সমৃদ্ধ ব্যবহার এবং পবিত্র কোরআন ও হাদিস শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন মাদ্রাসা শিক্ষার উন্নয়নকে আরও বেগবান করবে।
তিনি বলেন, এ জাতীয় শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজনের ফলে দেশের তরুণ সমাজ ইসলামের সঠিক জ্ঞান অর্জনে সহায়তা পাবে। যার ফলে ইসলামের ভুল ব্যাখ্যার মাধ্যমে সৃষ্ট জঙ্গিবাদ নামক বিশৃংখলা থেকে মুক্তি পাবে বাংলাদেশ।
এ সময় প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রয়োজনে দেশের বাইরে গিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধশীল করতে হবে।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে পর্যায়ক্রমে মোট ৫২টি মাদ্রাসাকে অনার্সভূক্ত করাসহ মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে ২০৮১টি মাদ্রাসায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার দাওরাহ হাদিসের সনদকে মাস্টার্সের (স্নাতকোত্তর) মান প্রদান করেছেন, যা বিগত কোনো সরকারের আমলে সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭’ শীর্ষক এই প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার মোট ৫৪ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. সোহরাব হোসাইন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মো. আলমগীর, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন