রোহান-কোয়েলের সাথে সেন্সর পেরুলেন হিরো আলম
সেন্সর ছাড়পত্র পেয়েছে হিরো আলম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মার ছক্কা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এ অভিনেতাকে সিনেমাটির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
‘মার ছক্কা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোহান ও নবাগত কোয়েল।
রোহান জানালেন, বৃহস্পতিবার ‘মার ছক্কা’র সেন্সর সনদ হাতে পেয়েছেন পরিচালক মঈন বিশ্বাস। শিগগিরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তারা।
‘মার ছক্কা’য় আরো অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। ইতিবাচক চরিত্রেই দেখা যাবে তাকে। অন্যান্য চরিত্রে আছেন অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।
এ প্রসঙ্গে পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘‘মার ছক্কা’ সিনেমাটির কাজ শেষ করেছি অনেক আগেই। সেন্সর ছাড় পাওয়ার অনেকদিন হলো। তবে বৃহস্পতিবার হাতে পেলাম সনদ। আমরা অল্প সময়ের মধ্যেই মুক্তির তারিখ ঠিক করব।”
সিনেমাটি প্রযোজনা করেছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন