দুই মাস আগে গার্মেন্টকর্মী পরিচয়ে বাড়িটি ভাড়া নিয়েছিল জঙ্গিরা
সাভার আশুলিয়ার ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’টি প্রায় দুই মাস আগে ভাড়া নেন আজাদ নামের এক ব্যক্তি। তিনি গার্মেন্টশ্রমিক পরিচয়ে বাড়িটি ভাড়া নেন বলে জানিয়েছেন র্যা ব কর্মকর্তারা। বাড়ির ভেতর বেশ কয়েকজন সদস্য রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শনিবার রাত একটার দিকে র্যা ব সদস্যরা আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকায় টিনশেড ওই বাড়িটি ঘিরে ফেলে।
বাড়ির মালিকের নাম ইব্রাহীম। তাকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর জানান, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। র্যা ব সদস্যদের লক্ষ্য করে ভেতর থেকে গুলি ও বোমা ছোড়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল জানান, নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন