আশুলিয়ায় আটককৃত চার জঙ্গীর বিরুদ্ধে র্যাবের ২টি মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক : সাভারে আশুলিয়ার নয়ারহাট এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান থেকে আটক চার জনের বিরুদ্ধে র্যা ব বাদী হয়ে আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করেছে।
সোমবার দুপুরে ২টা ৩০ মিনিটে র্যাব ৪ এর কর্মকর্তা ডিএডি শরিফুল ইসলাম খান বাদী হয়ে চার জঙ্গির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসী বিরোধী আইনে দুইটি মামলা( মামলা নং-৪১ ও ৪২) দায়ের করে।
এদিকে তাদের বিরুদ্ধে পূর্বে(মামলানং ৫১) সাভার মডেল থানায় এবছরে এপ্রিল মাসে সন্ত্রাস বিরুধী আইনে একটি মামলায় তাদের গ্রেপ্তার দোখিয়ে আদালতে উঠানো হয়। তবে এই দুই মামলা তাদের আগামীকাল আবারও আদালতে উঠানো হবে বলে জানান র্যা ব।
এজাহারে জঙ্গিদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ১) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাংকি ভাদাগ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোজাম্মেল হক মাসুদ(১৮) । ২) চট্রগ্রাম জেলার রাউজান থানার কদলপুর মেয়াজি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইরফানুল ইসলাম ওরফে সুফিয়ান খান। ৩) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উদাখালি গ্রামরে রেজাউল করিমের ছেলে রাশেদুন্নবী নবী রাশেদ( ২০)। ৪) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হোগলি কৃষনগর গ্রামের আব্দুল হান্নান আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (১৮)।
এর আগে সকালে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ শেষে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় চার জন আত্মসমর্পণ করে। পরে তাদের আটক করে র্যাাব হেফাজতে নেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন