শেষের কবিতা অতঃপর শেষ প্রনয়পত্র | নাইস নূর

শেষের কবিতা অতঃপর শেষ প্রনয়পত্র
নাইস নূর


প্রিয় অমিত,
‘মিতা তুমি আজ সমস্ত দিন কী করছিলে?
মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ ’
মিতা, আমার মনে এখনও সেই কথার বৃষ্টি
শুনতে পাই স্পষ্ট, কথা দাও, কথা দাও
একদিন তুমি বলেছিলে,
‘হাতের মধ্যে প্রানের কত ঈশারা, ভালবাসা’
দিনের পরিক্রমায় আমার কমল হাতে
আজও ভালবাসাগুলো ছোটাছুটি করে।
আমি চেয়েছিলাম,‘কোন চিহ্ন রাখবার দরকার নেই, প্রেম থাক নিরঞ্জন’।
এখনও প্রেম তাই আছে, আজও আমি ‘সকাল বেলার মত,
কোন অস্পষ্টতার মোহ নেই।’
আর তুমি ‘অতি শৌখিন জলচর মাছ’
মাঝে মাঝে গভীর অভিমানেও হাসি পায়…
আমার গলার সুরে যে স্পর্শ নিয়েছিলে,
সেই সুরে গোলাপ জলের ‘স্নিগ্ধ গন্ধ আজও অমলিন’
শেষ প্রনয় প্রহরে দিয়েছিলাম বন্ধু, তোমায় বিদায়
নদীর গভীর গ্রোতে,তোমার শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ
চঞ্চল মুখের চঞ্চল হাসি জেগে উঠে অজান্তে।
গভীর অনুরাগে বলেছিলে একদিন, ‘বন্যা আমার ভালবাসার দিঘি’।
মিতা তোমার মন সেই দিঘিতে আজও অবিরাম কাটছে সাঁতার,
তোমার প্রেমের মৃত্যুতে আমার পূর্ণজন্ম শতবার।

ইতি

তোমার জগতে যে অদ্বিতীয়
আপন পরিচয়ে যার পরিচয়,
আকাশ থেকে পড়ন্ত তারা…
‘ লাবণ্য’


লেখক : নাট্যকার ও সাংবাদিক এবং সিনিয়র নিউজরুম এডিটর, এনটিভি অনলাইন