ওবামাকেয়ার বাতিলে হেলথ ইন্স্যুরেন্স ‘হারাবে’ কোটি আমেরিকান
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পাস হওয়া স্বাস্থ্য সুরক্ষা আইন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট তথা ওবামাকেয়ার বাতিল হলে দেশটির তিন কোটি ২০ লাখ নাগরিক হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসকে বাজেট ও অর্থনৈতিক তথ্য প্রদানকারী কেন্দ্রীয় সংস্থা কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) এমন আভাস দিয়েছে।
দলনিরপেক্ষ এই সংস্থার বিশ্লেষণে পাওয়া গেছে, ওবামাকেয়ার রদ হলে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে যাবে। হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আসতে তাদের খরচ বেড়ে যাবে ২৫ শতাংশ। আর ২০২৬ সালের মধ্যে সেই খরচ হয়ে যাবে দ্বিগুণ।
সিবিওর বিশ্লেষণ অনুযায়ী, ওবামাকেয়ার বাতিল আইনের মাধ্যমে এই খাতে কেন্দ্রীয় সরকারের ঘাটতি কমানো হবে ৪৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এরপরও রিপাবলিকান সিনেটররা দলীয় হেলথকেয়ার বিল পাসে দুবার ব্যর্থ হয়েছেন।
দুই বছর দেরি হওয়ার পর আগামী সপ্তাহে ভোটে ২০১০ সালের ওবামাকেয়ার বাতিলের পরিকল্পনা করছেন মার্কিন সিনেটররা। এমন বাস্তবতায় সিবিওর ভাষ্য, ওবামাকেয়ার বাদ দেওয়া হলে শুধু আগামী বছরই হেলথ ইন্স্যুরেন্সের বাইরে থাকা মার্কিনিদের সংখ্যা দাঁড়াবে এক কোটি ৭০ লাখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন