কেমন আছেন জ্বরে আক্রান্ত মাশরাফি?
মাশরাফি বিন মুর্তজা জ্বর নিয়ে কেমন আছেন? হঠাৎ করেই মাশরাফি বিন মতুর্জার জ্বরের খবরে উদ্বেগ দেখা দিয়েছিলো ক্রিকেট মহলে। তবে স্বস্তির বিষয় হচ্ছে চিকুনগুনিয়া নয়, সাধারণ জ্বর হয়েছে টাইগার অধিনায়কের।
ফিটনেস ক্যাম্প চলাকালে মঙ্গলবার জ্বরের কারণে অনুশীলনের মাঝপথে স্টেডিয়ামের পাশেই নিজের বাসায় যান নড়াইল এক্সপ্রেস। চিকুনগুনিয়া মহামারীতে রূপ নিয়েছে এবার। তাই মাশরাফিকে নিয়ে দেখা দিয়েছিল উদ্বেগ।
তবে গতকাল বুধবারই মিরপুর স্টেডিয়ামে চলে আসেন মাশরাফি। অনুশীলন না করলেও জানিয়েছেন জ্বর কমে গেছে একদিনেই। তিনি সুস্থতার পথে বলে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন