ভিক্ষা করে লাখ রুপি ঋণ দেন কোটিপতি ভিক্ষুক

ভারতে পাপ্পু কুমার নামে এক ভিক্ষুক লাখ রুপি ঋণ দেন বলে জানা গেছে।

তিনি ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে স্টেশনে ভিক্ষা করেন। তাকে দেখে একজন সাধারণ ভিক্ষুক মনে হতে পারে। কিন্তু পুলিশের বর্ণনায় জানা যায় ভিন্ন তথ্য।

পুলিশের ভাষ্য, পাপ্পু কুমারের চারটি ব্যাংক অ্যাকাউন্ট এবং চারটি এটিএম কার্ড আছে। সেগুলোতে যে অর্থ আছে তার পরিমাণ পাঁচ লাখ রুপি।

তার বর্তমানে এক কোটি ২৫ লাখ রুপি সমমূল্যের সম্পদ আছে। তিনি এ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ লাখ রুপি ঋণ দিয়েছেন।

ইন্ডিয়া টাইমস-এর খবরে বলা হয়, ভিক্ষাবৃত্তি নির্মূলে পুলিশের চালানো অভিযানে পাপ্পু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে বিপুল সম্পদ থাকার তথ্য জানতে পারে পুলিশ।

অনুসন্ধানে আরও জানা যায়, একসময়কার প্রকৌশলী পাপ্পু কুমার একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। এরপরও তার সহায় সম্পদ ছিল অনেক। তার বাবার মৃত্যুর পর বিপুল সম্পদের মালিক হন তিনি।

কিন্তু এতেও মন ভরছিল না পাপ্পুর। খোঁড়া পা নিয়ে নেমে পড়েন ভিক্ষাবৃত্তিতে।