ফেসবুকে সংবাদ পড়তে ফি লাগবে
সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার ‘নিউজ সাবস্ক্রাইব’ অপশন চালু করতে যাচ্ছে। আর ভবিষ্যতে এ অপশন চালু হলে ফেসবুকে সংবাদ পড়তে গুণতে হবে ফি!
সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেসবুকের ‘হেড অব নিউজ পার্টনারশিপ’-এর কর্মকর্তা ক্যাম্পবেল ব্রাউন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কয়েকটি সংবাদমাধ্যম সাবস্ক্রিপশন ফি আদায়ের দাবি জানিয়ে আসছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ মাধ্যম ব্যবহার করে একটি নির্দিষ্ট সংবাদপত্রের ১০টির বেশি নিউজ পড়তে চাইলে ব্যবহারকারীকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে ফেসবুকের সঙ্গে ইতোমধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম আলোচনা শুরু করেছে। চলতি বছরের অক্টোবর থেকে প্রাথমিকভাবে সাবস্ক্রিপশন ফির প্রচলনের চিন্তা ভাবনা করছে ফেসবুক।
বর্তমানে মোবাইলে সরাসরি ওয়েবসাইটের চেয়ে ফেইসবুকে পোস্ট করা লিংকে ক্লিক করলে দ্রুত লোড হয়। এ ছাড়া যেসব অনলাইন গণমাধ্যমে সাবস্ক্রিপশন ফি ছাড়া সংবাদ পড়া যায় না, সেগুলোও ফেসবুকে বিনা মূল্যে পড়া যায়। তবে ‘নিউজ সাবস্ক্রাইব’ অপশন চালু হলে এ সুযোগ আর থাকবে না।
প্রসঙ্গত, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের ফিডে ফেসবুকের আদলে তাদের ওয়ারে ‘নিউজ ফিড’ চালু করতে যাচ্ছে। ফলে এ ক্ষেত্রে ফেসবুকের ‘নিউজ সাবস্ক্রাইব’ অপশন কতটা জনপ্রিয় হবে সেটি নিয়েও প্রশ্ন ওঠেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন