দ্বিতীয়বারের মত বাবা হলেন ডি ভিলিয়ার্স
দ্বিতীয়বারের মত বাবা হলেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। গত সোমবার তার স্ত্রী ড্যানিয়েল একটি ছেলে সন্তানের জন্ম দেন।
আর এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিসহ গতকাল পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ডি ভিলিয়ার্স। ছবির ক্যাপশনে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘আমরা এখন চারজন।’
দুবছর আগে, ২০১৫ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন ডি ভিলিয়ার্স। বড় সন্তানের নাম রেখেছেন আব্রাহাম ডি ভিলিয়ার্স। ইতোমধ্যে দ্বিতীয় সন্তানের নামও রেখেছেন ডি ভিলিয়ার্স পরিবার। দ্বিতীয় সন্তানের নাম জন রিচার্ডস ডি ভিলিয়ার্স।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন