বাবা’র মৃত্যুবার্ষিকী পালনে নোয়াখালীতে ওবায়দুল কাদের
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাবা মোশাররফ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। বসুরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন ১৯৯৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। রোববার দিনব্যাপী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়ীতে মরহুমের কবরে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও কাঙ্গালী ভোজের মাধ্যমে দিবসটি পালিত হয়। বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বাবা মরহুম মোশাররফ হোসেনের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। এসময় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত, মন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা-উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবীসী এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন