৬ বলে ৬ ছক্কার রেকর্ড গড়লেন রস
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর সেটা কিছু কিছু সময় খুব ভালো করে টের পান ক্রিকেটারেরা। ভক্তদের এক সময় খুশি করে দেন আবার পরের মুহূর্তেই কেড়ে নেন সেই খুশি। তবে জয়-পরাজয়, হাসি-কান্না যাই হোক সব কিছু আসলে খেলারই একটি অংশ।
ক্রিকেট বিশ্বে একের পর নতুন রেকর্ড গড়ছেন একজন ক্রিকেটার আবার সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ছেন আরেকজন। তবে এক ওভারে অর্থাৎ ৬ বলে ৬ ছক্কার কথা মনে হলেই হার্সেল গিবস কিংবা যুবরাজ সিংয়ের নাম আসে। এবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড গড়লেন রস হোয়াইটলি।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হেডেলিংতে ইয়র্কশায়ারের বিপক্ষে ওরচেস্টারশায়ারের হয়ে ৬ ছক্কার এ রেকর্ড গড়েন হোয়াইটলি। কিন্তু তার এ রেকর্ড গড়ার ম্যাচেও হেরেছে ওরচেস্টারশায়ার। শুরুতে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টিতে ডেভিড উইলির ক্যারিয়ার সেরা ১১৮ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রানের বড় পুঁজি পায় ইয়র্কশায়ার। এই মৌসুমে ব্লাস্টে যা দলীয় সর্বোচ্চ।
জবাবে ব্যাট করতে নেমে হোয়াইটলির ৬ ছক্কায় গড়া ৬৫ রানের ইনিংসে ভর করে ১৯৬ রানে থামে ওরচেস্টারশায়ার। ফলে ৩৭ রানে হারে হোয়াইটলির দল।
ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার কার্ল কারভারের ওভারে ৬টি ছক্কা হাঁকান হোয়াইটলি। হেডেলিংতে ওরচেস্টারশায়ারের ইনিংসের ১৬তম ওভারে ব্যাট হাতে ঝড় তুলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কার প্রথম রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটার স্যার গ্যারি সোবার্সের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন