কার সুপারিশে কীভাবে কোচ হলেন রবি শাস্ত্রী?
কার সুপারিশে কীভাবে রবি শাস্ত্রী কোচ হলেন? সকলেই জানতেন অথবা আন্দাজ করেছিলেন, এবার সত্যিটা খোলসা করে বলেই ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সুপারিশেই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের পদে নিয়োগ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ মিলে রবি শাস্ত্রীর ইন্টারভিউ নিয়ে তাঁকে কোচ বাছেন। পরে বিসিসিআই সেই সিদ্ধান্তে সিলমোহর দেয়। তবে আদতে সেই সিদ্ধান্তের পিছনে কোহলির সুপারিশই প্রভাব ফেলেছে তা পরিষ্কার হয়ে গেল।
শুধু কোহলিই নয়, ভারতীয় দলের বেশিরভাগ সদস্যই শাস্ত্রীকে কোচ হিসাবে চেয়েছিলেন বলে খবর। প্রাক্তন কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক কোহলির সম্পর্কের অবনতি হয় চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে থেকেই। ফলে বেশিরভাগ খেলোয়াড়ই কোহলির পথ ধরে শাস্ত্রীকে সমর্থন জানান।
এদিন বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। কোচ হিসাবে শাস্ত্রী ঢুকে পড়েছেন ভারতীয় দলের অন্দরে। তিন টেস্টের সিরিজ খেলবে ভারত। সৌরভ জানিয়েছেন, কোহলিই শাস্ত্রীকে চেয়েছিল। শাস্ত্রী কোচ হয়ে ফেরায় কোহলি খুশিই হবে। বিশ্বকাপের আগে দুই বছর সময় রয়েছে দুজনের কাছে। আশাকরি দুজনের জোড়ি ভালোই খেলবে।-ওয়ান উন্ডিয়া
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন