‘৫৭ ধারা রাষ্ট্র ও জনগনের সাইবার নিরাপত্তার জন্য’
৫৭ ধারা রাষ্ট্র ও জনগনের সাইবার নিরাপত্তার জন্য। সাংবাদিকদের উচ্ছেদ করার জন্য নয়। পাশাপাশি কোন সাংবাদিক সরকার, রাষ্ট্র বা এমপি মন্ত্রীদের সমালোচনার জন্য কোন ৫৭ ধারার প্রয়োগ হয় নাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে তিনি সাভারের আশুলিয়ার বড় কাঠগড়া এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, ওয়েজ বোর্ড ঘোষনা পর তা বাস্তবায়ন করা যাদের যাদের দায়িত্ব তার সঙ্গে সঙ্গে সরকারের নজরদারিতে রাখে।কিন্তু নজরদারিটা সম্ভব হয় যদি যাদের জন্য ওয়েজ বোর্ড তাদের প্রতিনিধিরা যদি সৎ ভাবে বাস্তবায়ের ভুমিকা রাখে। কিছু সমস্যার সব জায়গা ওয়েজ বোর্ড করা সম্ভব হয়ে উঠে না।
এছাড়া শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে এসময় তিনি সবাইকে সর্তক থাকার আহবান জানান।
এসময় মন্ত্রী চামড়া শিল্প শ্রমিকদের মাঝে বিনামূল্যের হেলথ কার্ড প্রদান করা হয়। পিকার্ড কমিউনিটি স্কুলে চামড়া শিল্পজাত শ্রমিকদের সন্তাদের বিনামুল্যে পড়া শুনার সুযোগ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১’শ চল্লিশ জন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ আরও উপস্থিত ছিলেন পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্টতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন