ঢাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনদের সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
তবে এ তারিখ চূড়ান্ত নয়; প্রয়োজনে তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নুর-ই-ইসলাম। গত বছরও ডিনদের নেয়া সম্ভাব্য তারিখ পরিবর্তন হয়েছে। তাই আগামী ৩ আগস্ট ভর্তি পরীক্ষা কমিটি চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে।
সম্ভাব্য তারিখ অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৬ সেপ্টেম্বর ও অঙ্কন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন