নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার কারণ” এই স্লোগানকে সামনে নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) এ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বৃষ্টি উপক্ষো করেও মাদক বিরোধী একটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে। উন্নয়ন সংগঠক আবদুল আউয়ালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল হক কামাল, সোনাপুর কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মমিন উল্যাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে অতিথিবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন