মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ থাকবে না : ট্রাম্প
নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষরা কোনোভাবেই কাজ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণাকালে যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের মানুষদের অধিকারের বিষয়ে সমর্থনের যে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত তার বিপরীত।
এক টুইট বার্তায় তিনি বলেছেন, এ ব্যাপারে সামরিক বিশেষজ্ঞদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। এ কারণে ‘মেডিক্যাল খরচ ও কাজে বিঘ্ন’ ঘটছে।
ওবামা প্রশাসন গত বছর সেনাবাহিনীতে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করার নীতি নিয়েছিল। ট্রাম্পের এমন পদক্ষেপে বারাক ওবামা প্রশাসনের ওই নীতি উল্টে যাচ্ছে। ট্রাম্প আমলে এসে আগের সরকারের সেই পরিকল্পনা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এক টুইটে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সেনাবাহিনীতে না নেওয়ার কথা বললেন।
ট্রাম্প বলেছেন, আমাদের সামরিক চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে বাহিনীকে যুদ্ধ জয়ের দিকে। সেদিকে দৃষ্টি রেখেই তাদের এগিয়ে যেতে হবে। তাদের ওপর বিপুল চিকিৎসা খরচের বোঝা চাপানো যায় না। তাদের কাজে কোনো ধরনের বিঘ্নও ঘটতে দেওয়া যায় না।
কয়েকজন রিপাবলিকান রাজনীতিকও সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করার বিরোধিতা করেছেন।
মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে গত বছর ‘দ্য ইনডিপেনডেন্ট র্যান্ড করপোরেশন’ এর এক সমীক্ষা প্রকাশিত হয়। এতে বলা হয়, মার্কিন বাহিনীতে ১২ লাখ সক্রিয় সদস্যের মধ্যে ২৪৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ আছে।
ট্রাম্পের সমালোচনাকারীরা বলছেন, নির্বাচনী প্রচারণাকালে যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের মানুষদের অধিকারের বিষয়ে সমর্থনের যে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত তার বিপরীত। তখন তিনি বলেছিলেন, ‘আমি আপনাদের জন্য লড়াই করব। ‘ কিন্তু সেই নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলেন ট্রাম্প।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন