ডিসিদের ঝুঁকিপূর্ণ যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলার নির্দেশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জেলা প্রশাসকদের (ডিসি) সরকারি ই-মেইল ব্যবহার করতে বলা হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ যোগাযোগ মাধ্যম এড়ানোর নির্দেশনা ও সচেতন করা হয়েছে।
সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের (বৃহস্পতিবার) দ্বিতীয় কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিটি জেলায় হাইটেক পার্ক স্থাপন করা হবে উল্লেখ করে পলক বলেন, ‘জেলা প্রশাসকদের তাদের নিজস্ব এলাকায় হাইটেক পার্কের জন্য জায়গা চিহ্নিত করে জানাতে বলা হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজগুলোতে সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরিতে প্রচারণা বা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে এই কার্য-অধিবেশনের সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বদ্ধভূমি সব একই ডিজাইনে হবে, যত জায়গায় মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধ হয়েছে সব একই ডিজাইনে হবে, সমস্ত মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। এগুলো ডিসিদের অবহিত করেছি।’
‘একজন মুক্তিযোদ্ধা মারা গেলে দাফনে ১০ হাজার টাকা বরাদ্দের বিষয়ের জেলা প্রশাসকদের সুপারিশ রয়েছে’ -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘এগুলো আগেই হয়ে গেছে। ১০ হাজার টাকা নির্ধারিত হয়ে গেছে। প্রস্তাব ওনাদের জানা ছিল না।’
এ ছাড়া মাঠ পর্যায়ে ভূমি সংক্রান্ত দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, ‘যারা ঘুষ নেয় তারা তো অন্যায় করেই৷ যারা ঘুষ দেয় তারাও। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে, এটা কবিই বলেছেন৷ এটা আমাদের ধর্মেও আছে -অন্যায়কারীকে সহযোগীতা করো না।’
সরকার যে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গ্রহণ করেছে তা সঠিকভাবে বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এটা বাস্তবায়নে যাতে কোনো অনিয়ম না হয় সে নির্দেশও দিয়েছি৷ এই অাধুনিক ব্যস্থাপনা বাস্তবায়ন হলে ঘুষ দুর্নীতি থাকবে না৷’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন