এখনো বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি কে, জানেন?
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এই পর্যন্ত চারটি আসর সম্পন্ন করেছে। আর পঞ্চম আসরটি শুরু হবে আগামী নভেম্বরের ২ তারিখ। এখনো বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি কে, জানেন? তবে গত চার আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশী উইকেট শিকার করেছেন টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান।
বিপিএলের গত চার ম্যাচে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ১৯.৫৫ গড়ে ৬.৬৪ ইকোনমি রেটে সাকিবের শিকার মোট ৬১টি উইকেট। বাঁহাতি এই স্পিনারের চেয়ে এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটান্সের কেভন কুপার।
তবে খুলনা টাইটন্সেরই আরেক স্পিনার মোশাররফ হোসেন রুবেল আছেন তিন নম্বরে। ৪২ ম্যাচ খেলে ৪৭ উইকেটের মালিক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। রংপুর রাইডার্সের হয়ে গতবার বিপিএল মাতানো আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি আছেন তালিকার চতুর্থ স্থানে। ৪৫ ম্যাচে ৪৫ উইকেটের মালিক সানি।
আর পঞ্চম অবস্থানে আছেন সাবেক আফগান দলপতি মোহাম্মদ নবি। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন