ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি আ.লীগ-বিএনপিসহ ৩৬ দল
নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের বাৎসরিক আয় ও ব্যয়ের হিসেব জমা দেয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (৩১ জুলাই)। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ইসির নিবন্ধনে থাকা ৪০টি দলের মধ্যে মাত্র চারটি দল তাদের আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছে।
নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বার্ষিক আয় ব্যয়ের হিসেব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে ব্যর্থ হলে কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারে।
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৬টি দলই এখনো পর্যন্ত তাদের হিসেব জমা দেয়নি। কমিশনে হিসেব জমা দেয়া চারটি দলের মধ্যে রয়েছে সংসদে থাকা বিরোধীদল জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও গণতন্ত্রী পার্টি। এবার এখন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন না করলে গত বছর আওয়ামী লীগ ও বিএনপিসহ বেশ কয়েকটি দল সময় বাড়ানোর জন্য ইসিতে আবেদন করছিল।
ইসিতে হিসাব দেয়নি যে ৩৬ দল: বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার (৩০ জুলাই) আওয়ামী লীগ, জাসদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের দলের আয়-ব্যয় প্রতিবেদন ইসিতে জমা দিবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন