তিন সংস্থার ডিজিসহ জনপ্রশাসনে ১১ অতিরিক্ত সচিব বদলি
জনপ্রশাসনে ১১ অতিরিক্ত সচিব পদে রদবদল হয়েছে। এর মধ্যে মহিলা বিষয়ক অধিদফতর, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত রদবদলের আদেশ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরীন আক্তারকে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ফরিদ আহমেদ ভুঞাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. মনোয়ারুল ইসলাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, ওএসডি অতিরিক্ত সচিব মহসিনা ইয়াসমিনকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক জাফর ইকবালকে দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রাশিদুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সুলতান উল ইসলাম চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ে, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক স্বপন কুমার বড়ালকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন