পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত মন্তব্য করতে চান না আইনমন্ত্রী
উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে তা না পড়া পর্যন্ত মন্তব্য করতে চান না আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘রায় প্রকাশ হয়েছে বলে শুনেছি। পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত এ বিষয়ে কিছু মন্তব্য করব না।’
মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ সকালে সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।সকাল সাড়ে ১০টার দিকে ৭৯৯ পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন