‘শতভাগ সততা ও দেশপ্রেম থাকা সত্ত্বেও রাজনীতি করতে পারলাম না’
মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী : জীবনের শেষ বেলায় একটি কঠিন সত্য প্রকাশ করে রাজনীতির মায়া ত্যাগ করতে চাই। ১৯৮১ সাল থেকে আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হওয়ার আগে-পরে এমনকি কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়ার পরে কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী ব্যতীত কোনো প্রেসিডিয়াম সদস্য, প্রভাবশালী কেন্দ্রীয় নেতার বাসায়/অফিসে কখনো যাইনি। কোনো বড় নেতা/বড় ভাইয়ের কর্মী না হয়ে কেবল জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়ার কারনে একটি সুগভীর চক্রান্তের ফলশ্রুতিতে একটি নীলনকশা অনুযায়ী আমাকে কেন্দ্রীয় রাজনীতি থেকে বিদায় নিতে হয়েছে।
অথচ আমি স্কুল-কলেজ জীবনে কয়েকবার Your Aim in life রচনায় লিখেছিলাম “I will be a politician”. কখনো লিখি নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারপতি হবো। শতভাগ সততা ও দেশপ্রেম থাকা সত্ত্বেও আমি রাজনীতি করতে পারলাম না। অথচ কত চাপাবাজ, বাটপার ও দুর্নীতিবাজ রাজনীতি নিয়ন্ত্রণ করে।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন