প্রধান বিচারপতির সঙ্গে আ.লীগের ৩ আইনজীবীর বৈঠক
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামীপন্থী শীর্ষ তিন আইনজীবী।
রোববার দুপুরের পর প্রধান বিচারপতির কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার শফিক আহমেদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক উপস্থিত ছিলেন প্রাক্তন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, প্রাক্তন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
আইনজীবীদেরকে প্রধান বিচারপতি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান।
শফিক আহমেদ বলেন, কোনো অবস্থাতেই বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দূরত্ব থাকা উচিত নয়। আইন ও সংবিধান অনুযায়ী নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করা উচিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন