১১২ বিচারকের পদোন্নতি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ বা সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ পদোন্নতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে আর বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে থাকতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















