মেসির বাড়িতে টানা তিন ঘণ্টার বৈঠক আর্জেন্টিনা কোচের
স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর সঙ্গে অবকাশ যাপন করছেন লিওনেল মেসি। বাড়ির সুইমিং পুলের ধারে রোকুজ্জোর সঙ্গে সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। এই অবকাশ যাপনের মাঝে মেসিকে ভাবতে হচ্ছে জাতীয় দল আর্জেন্টিনাকে নিয়ে।
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বে খাদের কিনারে রয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কপালে ভাঁজ পড়ারই কথা আর্জেন্টাইনদের।
কপালে ভাঁজ পড়েছে আর্জেন্টিনার নতুন কোচ হোর্হে সাম্পাওলিরও। ঘুরে দাঁড়ানোর মিশনে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ উরুগুয়ে। ৩১ আগস্ট উরুগুয়ের মাঠে খেলবেন মেসিরা। ঘরের মাঠে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেননি সুয়ারেজরা। সেটাই উদ্বেগ বাড়াচ্ছে আর্জেন্টিনা কোচের।
আশার খবর, প্রথম লেগে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে সর্বশেষ ম্যাচে আর্জেন্টাইনদের পারফরম্যান্স সুখকর নয়। আগের ম্যাচে বলিভিয়ার কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল তারা।
বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে আলোচনা করতে বুধবার বার্সেলোনায় মেসির বাড়িতে যান সাম্পাওলি। টানা তিন ঘণ্টা আলোচনা চলে। শেষটা ভালো করতে মুখিয়ে আর্জেন্টিনা কোচ। মেসির ওপরই ভরসা রাখতে চান তিনি। আর মেসিও চাইবেন কোচের আস্থার প্রতিদান দিতে। সেটা হলে আর্জেন্টিনার জন্যই ভালো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন