ভোটার হননি, তবুও গভর্নর হতে প্রচারণায় ১৬ বছরের কিশোর

যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের গভর্নর হতে চায় ১৬ বছর বয়সের জ্যাক বার্গসন নামের এক কিশোর। স্কুলের গণ্ডি পার করতে পারেনি বার্গসন।

এমনকি ভোটার তালিকায় নাম ওঠানোরও যোগ্যতা হয়নি তার। তবুও তিনি বুধবার এবিসি টেলিভিশনে ‘জিমি কিমেল লাইভ’ নামের মধ্যরাতের কমেডিনির্ভর টকশোতে এই ইচ্ছের কথা জানান। এরপর থেকেই তার গভর্নর হওয়ার অভিলাষের খবরটা ভাইরাল হয়ে যায়।

কানসাসের স্থানীয় সংবাদপত্র সিটি স্টারের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্য প্রায় সব রাজ্যেই গভর্নর হওয়ার বয়সসীমা থাকলেও এই রাজ্যটিতে গভর্নর হওয়ার জন্য নির্ধারিত বয়সসীমা নেই। আর এ সুযোগ নিয়ে দুই কিশোর গভর্নর ও তার ডেপুটি হওয়ার লড়াইয়ে নেমেছে। জানা গেছে, ২০১৮ সালে অনুষ্ঠেয় কানসাস গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন বার্গসন। তার রানিংমেট হয়ে লেফটেন্যান্ট গভর্নর পদের জন্য লড়বে আরেক স্কুলছাত্র আলেকজান্ডার ক্লাইন।