কাঠবিড়ালি কতটা ভয়ংকর! জানেন কী?
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুবারে কাঠবিড়ালির অত্যাচারে কী হয়নি! মনের সুখে কুটকুট করার অভ্যাস হাই-ভোল্টেজের তারে কামড় বসিয়েছিল একটি কাঠবিড়ালি। ব্যস তাতেই লঙ্কাকাণ্ড।
সাব স্টেশন বিকল হয়ে আগুন ধরে যায়। যার জেরে আঁধার নেমে আসে সহস্রাধিক মানুষের জীবনে। লোডশেডিংয়ের জন্য প্রায় ১ লক্ষ লিটার দুধ নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চিজ কোম্পানির।
ভ্যাঙ্কুবারের বার্নেবেতে গত শুক্রবার প্রায় ২০ ঘণ্টা লোডশেডিং হয়। শেষ কবে কানাডার ওই শহরে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল মনে করতে পারেছেন না প্রবীণরাও। ইলেকট্রিক চলে যাওয়ায় এলাকার বাসিন্দারা নাজেহাল হয়ে পড়েছিলেন। এমন একটা জায়গায় কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়। কেউ কেউ ভেবেছিলেন অন্তর্ঘাত, কারও সন্দেহ হয়েছিল নাশকতা। কর্মীরা বুঝতে পারেন সাব স্টেশনের একটি গুরুত্বপূর্ণ তার ছিঁড়েছে। এর ফলে শর্ট সার্কিট। যার ধাক্কায় সাব স্টেশনে আগুন লেগে যায়। এত নিরাপদ একটি জায়গায় কে বা কারা এই কম্মটি করবে তা বুঝতে সময় লাগে তাদের। খোঁজ খোঁজ পর্ব শেষ হওয়ার পর অপরাধীর নাম যখন জানাই গেল তখন হেসেই খুন হন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পুঁচকে একটা কাঠবিড়ালি ছিল যত নষ্টের গোড়া। বিদ্যুতের তার কেটে একাকার করে দেয় সে। ওই সাব স্টেশনের পাশে ছিল একটি চিজ তৈরির কারখানা। প্রায় ২০ ঘণ্টা লোডশেডিং হওয়ায় কারখানায় থাকা প্রায় ১ লক্ষ লিটার দুধ নষ্ট হয়ে যায়। কাঠবিড়ালির কাণ্ডে তাদের এখন মাথায় হাত। তার কেটে যাওয়ায় প্রায় ৩০০টি পরিবার অন্ধকারে ছিল।
কাঠবিড়ালির দৃষ্টিশক্তি প্রখর। ঘ্রাণশক্তিও মন্দ নয়। ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর এই গুণে অবশ্য বার্নাবের কয়েকশো মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। রামায়ণে তার ভূমিকা খানিকটা অকিঞ্চিৎকর মনে হলেও তার চেষ্টা ব্যর্থ হয়নি। রামচন্দ্র পরম স্নেহে স্বীকৃতি দিয়েছিল কাঠবিড়ালিকে। ভ্যাঙ্কুবারের বাসিন্দা শুক্রবারের রাত ভুলতে চান। -খবর সংবাদ প্রতিদিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন