মাদারীপুরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালিত
মাদারীপুর প্রতিনিধি : আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুরে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানের কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হচ্ছে।
এর মধ্য জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর জেলা শাখার আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। পুরান বাজারে জেলা আওয়ামীর লীগের কার্যালয়ের থেকে কর্মসূচি গুলি হল, সকালে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা, সকাল থেকে দুপুর পর্যন্ত কোরনখানি চলে। পরে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
গণভোজটি মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ড, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও এমপি আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের বাসভবন সংলগ্ন চত্তরে আয়োজন করা হয়। এ কর্মসূচীগুলি সরকারী কর্মসূচীর সাথে সমম্বয় করে অন্যান্য কর্মসূচি পালন হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন