তসলিমার ‘পর্ন’ প্রকাশ করায় ওলামা লীগ নেতার লিগ্যাল নোটিশ
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ‘পর্ন’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল জলিল।
বুধবার ডাক ও রেজিস্ট্রিযোগে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর প্রতি মাওলানা আব্দুল জলিলের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম।
আগামী সাতদিনের মধ্যে নোটিশের উপযুক্ত জবাব না দিলে প্রচলিত আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশে বলা হয়, গত ২০ জুলাই বাংলাদেশ প্রতিদিনের ৪নং পৃষ্ঠায় খোলা কলামে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ‘পর্ন’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করা হয়, যাতে সমাজে অশ্লীলতা বিস্তারে উৎসাহিত করা হয়েছে, যার আইনগত ও নৈতিক অধিকার আপনার নেই।
নোটিশে বলা হয়, ওই লেখায় ‘শরীর নিয়ে লজ্জা দূর করতে হবে। নারীর আর সব স্বাধীনতার মতো যৌন স্বাধীনতাও নারীর জন্য অত্যন্ত প্রয়োজন’ ইত্যাদি বক্তব্যসমূহ চরম আপত্তিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাতদানকারী, সমাজে ফেৎনা সৃষ্টিকারী এবং বিশেষভাবে মেয়েদের অশ্লীল কাজে প্ররোচনা প্রদানকারী বটে।’
নোটিশে আরও বলা হয়, ‘যেহেতু তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা এবং ইতোমধ্যে লেখিকার অশ্লীল-অশালীন বক্তব্য-প্রবন্ধ প্রচার ও প্রকাশ করায় আপনিও অশ্লীলতা প্রচার প্রসারের জন্য সমভাবে দায়ী, যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।’
নোটিশে বলা হয়, ‘যেহেতু সাংবিধানিকভাবে বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ সেই হিসেবে ওই বিতর্কিত লেখিকার লেখনি ও চিত্রাঙ্কন প্রকাশ এবং প্রচার করে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। এটাও প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন