সৌদির সংবিধানকে মূল্যহীন বললেন প্রিন্স
সৌদি বাদশাহ সালমানের কোনো কর্তৃত্ব নেই এবং দেশটির সংবিধান মূল্যহীন। নিজ দেশের বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্য করে বোমা ফাটালেন সৌদির প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ। দেশটির প্রয়াত বাদশাহ ফাহাদের ছেলে তিনি।
এক টুইট বার্তায় ওই বিস্ফোরক মন্তব্য করেছেন আবদুল আজিজ বিন ফাহাদ। তিনি বলেন, ‘সংবিধানের নীতিগুলো মূল্যহীন…. আমাদের কুরআন এবং সুন্নাহ আছে। এগুলোই একমাত্র রেফারেন্স। যদি আপনারা আল্লাহর আইন না মানেন তবে আপনারা চলে যেতে পারেন।’
এর আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন বিন ফাহাদ। কট্টরপন্থী সৌদির বিভিন্ন নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে তিনি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদের সমালোচনা করেছেন। তিনি বিন জায়েদকে ‘খলনায়ক’ এবং ‘কাপুুরুষ’ বলে উল্লেখ করেছেন।
তিনি যা কিছু বলেছেন তা নিয়ে তিনি কিছু ভাবেন না। বিন ফাহাদের মতে, তিনি তার গর্দান হারাবেন কিন্তু টুইটার থেকে কোনো মন্তব্য সরাবেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন