মেয়র আনিসুলের অবস্থা উন্নতির দিকে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এখনও লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
শুক্রবার মেয়রের একান্ত সচিব মিজানুর রহমান এমন তথ্য জানিয়েছেন।
মিজানুর রহমান বলেন, সার্বক্ষণিক স্যারের (মেয়র) খোঁজখবর নিচ্ছি। স্যার এখনও আইসিইউতেই আছেন। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। চিকিৎসকরা আশা করছেন, কিছুদিনের মধ্যে তার (আনিসুল হক) শারীরিক অবস্থার উন্নতি হবে।
আনিসুল হক ‘সেরিব্রাল ভাসকুলাইটিসে’ নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। গত দুই মাস ধরে তিনি এ রোগে ভুগছেন। গত ২৯ জুলাই শারীরিক চেকআপ ও পারিবারিক কাজে লন্ডনে যান তিনি। সোমবার তার দেশে ফেরার কথা ছিল। এরই মধ্যে হঠাৎ করে বেশি অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















