ডিমের কুসুমে মানবের প্রতিচ্ছবি!
ডিমের কুসুমে মানবের প্রতিচ্ছবি! খাওয়ার জন্য ডিম ভেঙে প্লেটে রাখার পর মানুষের আকৃতির ছবি দেখা যায়।
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার এক নজর ওই ডিম দেখতে উৎসুক জনতা ভিড় জমান ওই বাড়িতে।
পৌর শহরের ইসলামাবাদ মহল্লার আবদুল মান্নানের স্ত্রী আয়শা চৌধুরী জানান, শুক্রবার বিকালে খাওয়ার জন্য ফার্মের লাল রঙের ডিমটি ভেঙে প্লেটে রাখার পর মানুষের আকৃতির ছবি দেখতে পান। খয়েরি রঙের মানুষের মাথা, চোখসহ মুখমণ্ডল পরিস্কার বুঝা যায়।
গৃহবধূর ছেলে গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র নাইম আহামেদ জানান, কুসুমের ভেতরে মানুষের মুখমণ্ডল দেখলে মনে হয় অঙ্কিত করা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ সরকার জানান, ঘটনাটি অবিশ্বাস্য! এর কারণ এই মুহুর্তে বলা যাচ্ছে না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা জানান, দেশি মুরগীর ডিমের ক্ষেত্রে বাচ্চা আকৃতি নানা রঙ ধারণ করতে দেখা যায়। তবে ফার্মের ডিমে এর আগে এমন কখনও দেখা যায়নি। বিষয়টি নিয়ে আমরা গবেষণা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন