হাসপাতালে অক্সিজেন বন্ধ করে ৩ শিশুকে হত্যা
ভারতের গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে ৬৩ শিশুর মৃত্যুর রেশ কাটার আগেই আরেকটি হাসপাতালে অক্সিজেন বন্ধ করে ৩ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
ছত্তিশগড়ের রাইপুরের একটি হাসপাতালে মদ খেয়ে মাতাল অবস্থায় রবি চন্দ্র নামে একজন কর্মী ওই র হাসাপাতালের অক্সিজেন বন্ধ করে দেন।
পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত রবি চন্দ্রকে গ্রেফতার করেছে।
ভারতে উত্তর প্রদেশে শিশু মৃত্যুর পর এবারের এ ঘটনা এনিয়ে রাজ্যে বেশ হইচই হচ্ছে।
মুখ্যমন্ত্রী রমণ সিং ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছে।
ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, রোগীদের অক্সিজেন সরবারহের বিষয়টি যিনি দেখাশোনা করেন সেই হাসপাতাল কর্মী রবি চন্দ্রকে মত্ত অবস্থায় ধরা হয়। তিনিই নেশার ঘোরে অক্সিজেন সরবারহ বন্ধ করে দেন দেন।
এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে রোগীদের জন্য সরবরাহ করা অক্সিজেনের প্রসার কমে গিয়েছিল। কিন্তু সরবারহ বন্ধ হয়নি। সিএমও ও মেডিক্যাল সুপার তা জানার পরই বিষয়টি সমাধান করে দেন। যে তিন শিশু মারা গেছে তারা আগেই গুরুতর অসুস্থ ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন