ব্যক্তিগত গোপনীয়তা মৌলিক অধিকার : ভারতীয় সুপ্রিম কোর্ট
ব্যক্তিগত গোপনীয়তা একটি মৌলিক অধিকার। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছেন।
বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতি নড়বড়ে হয়ে যেতে পারে এই রায়ের পরে। জাতীয় পরিচয়পত্র হিসেবে পরিচিত আধার কার্ডের কারণে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে এমন অভিযোগের পরই সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হয়।
গোপনীয়তা রক্ষার অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা তা নিয়ে টানা ছয়দিন পক্ষ ও বিপক্ষে শুনানি হয়।
সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে এমনকী সরকারি বিভিন্ন কাজেও বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডকে। সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়। ওই পিটিশনের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে রায় দিয়েছে আদালত।
আধার কার্ডে একজন ব্যক্তির ব্যক্তিগত অনেক গোপনীয় তথ্য যেমন তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়, তাদের সম্পত্তি সংক্রান্ত তথ্য থাকে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন