ভারতের ধর্মগুরুরা কে কতটা শিক্ষিত? দেখে নিন!
গুরু, বাবা, মা, পূর্ণবহ্ম, ত্রিকালদর্শী নানা নামে নানা ভাবে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন গুরুবাদী সংঘ। এসব সংঘ সাধারণত একজন গুরুকে সামনে রেখেই গড়ে ওঠে। দেখে নেওয়া যাক ভারতের বর্তমান কয়েকজন আলোচিত ধর্মগুরুদের শিক্ষাগত যোগ্যতা:
গুরমিত রাম রহিম সিং: রাজস্থানের গুরুসার মোদিয়া গ্রামেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন ডেরা সচ্চা সৌদার প্রতিষ্ঠাতা গুরমিত। এরপর লন্ডনের ওয়ার্ল্ড রেকর্ডস ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিও রয়েছে তার দখলে।
বাবা রামদেব: শাস্ত্র, যোগ এবং সংস্কৃত ভাষায় গুরুকূল কাঙ্গরি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন রামদেব।
আসারাম বাপু: জয় হিন্দ স্কুল থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন আসারাম বাপু। বাবার মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
শ্রী শ্রী রবি শঙ্কর: বেঙ্গালুরু ইউনিভার্সিটির সেন্ট জোসেফ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবি শঙ্কর।
মা শিবাঙ্গী নন্দ গিরি: মধ্য প্রদেশের উজ্জয়নীর বাসিন্দা মা শিবাঙ্গী। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তিনিও স্নাতক ও স্নাতকোত্তর।
মাতা আমৃতানন্দময়ী (আম্মাগুরু) : কেরালার এক জেলে পরিবারে জন্ম নেওয়া এই আম্মাগুরু এখন ভারতসহ সমগ্র বিশ্বে জনপ্রিয়। কেরালার পানছায়াট গ্রামের প্রাথমিক স্কুল থেকে শিক্ষা গ্রহণ ও নিউওর্য়াক ইনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন