দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেই কোহলির আসল পরীক্ষা : স্মিথ

গত ২ বছর ধরে ভারতীয় দলের দুর্দান্ত সাফল্যের সারথী অধিনায়ক বিরাট কোহলি। তবে কেবলমাত্র উপমহাদেশের কন্ডিশন বিচার করে কোহলিকে সেরা মানতে নারাজ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার মতে, চলতি বছরের শেষ দিকে প্রোটিয়া সফরেই ২৮ বছর বয়সী কোহলির আসল পরীক্ষা হবে। তবে ভয়ডরহীন ক্রিকেট আর আক্রমণাত্বক অধিনায়কত্বের জন্য কোহলিকে কৃতিত্ব দিতে ভুলেননি স্মিথ।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকার স্মিথ বলেন, ‘টেস্ট ক্রিকেটে ভারত প্রকৃত অর্থেই বেশ ভালো করছে। এজন্য কোহলি ধন্যবাদ পেতেই পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশন হবে সম্পূর্ণ ভিন্ন। তারা হয় দেশের মাটিতে কিংবা শ্রীলঙ্কা অথবা ওয়েস্ট ইন্ডিজে খেলছে, যেখানে বল কিছুটা মন্থর হয়ে আসে। ভারতীয়দের আসল পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। ‘

এছাড়া দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকেও সমর্থন জানিয়েছেন স্মিথ। পাশাপাশি ৩ ফরম্যাটেই ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক হিসেবে পছন্দ তার।

দক্ষিণ আফ্রিকা দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ। শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর