অন্তঃসত্ত্বা নারীর ‘অদ্ভুত’ পোস্টে তোলপাড়!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অন্তঃসত্ত্বা নারীর একটি পোস্টে সামাজিক মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। না, বেবি বাম্পের ছবি পোস্ট করে নয়।

নিজেকে সাইপ্যানটিং নামে পরিচয় দেওয়া ওই নারী গত বুধবার একটি পোস্ট দেন টুইটারে। তাতে নিজের একটি সেলফিও ব্যবহার করেন। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু এরপর যা করলেন তাতে অবাক হওয়ারই কি সকলের।

পোস্টে তিনি লেখেন, যদি তার এই পোস্টের বিপরীতে তিনি ৪০০০ রি-টুইট বা জবাব না পান তাহলে গর্ভস্থ শিশুকে গর্ভপাতের মাধ্যমে তিনি ফেলে দেবেন। একটি পোস্টের শুধু জবাব পাওয়ার জন্য একজন নারী নিজের সন্তানকে হত্যার হুমকি দিতে পারেন! এমন কথা শুনে অবাক বনে যান প্রায় সকলেই। একই সঙ্গে চলে সমালোচনা। অনেকেই তাকে অসুস্থ বলে গালিগালাজ করতে থাকেন। আজ মঙ্গলবার রাত পর্যন্ত ওই যুবতীর টুইটের জবাবে টুইট এসেছে সাড়ে ১০ হাজারেরও বেশি।

কেউ কেউ বলছেন, সাইপ্যানটিং অন্যেক মনোযোগ টেনে আনা কিংবা ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্য এমনটা করেছেন। এ সময় তারা সাইপ্যানটিং অন্তঃসত্ত্বা কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন। শেষ পর্যন্ত তিনি জানিয়ে দেন, এতটা সিরিয়াস অর্থে তিনি ওই পোস্ট দেননি।