১১ বছর পর রোহিঙ্গা মা ছেলের দেখা!
বাংলাদেশ- মায়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা তিন দিন ধরে অবস্থান করছে। তারা না পারছেন মায়ানমারে ফিরতে, না পারছেন বাংলাদেশে প্রবেশ করতে। দু’দিকেই তারা গুলির মুখে।
রাখাইনের বাতি ঢেকিবানিয়ার আমানুল্লাহ তিন দিন আগে গুলির মুখে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে এসে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তারা বাংলাদেশে আসতে চাইলেও ঢুকতে পারছে না। রাখাইনেও ফিরতে পারছেন না। দীর্ঘ ১১ বছর পর রোহিঙ্গা মা-ছেলের সাথে দেখা হয়েছে। নাফ নদীর এপার ওপারে দু’জনের অবস্থান হলেও বিজিবির কারণে তারা সাক্ষাৎ করতে পারেনি।
আজ ২৯ আগস্ট প্রায় ১১ বছর পর মা রহিমা বেগম ও বাবা জাকির হোসেনের সাথে ছেলে সেলিমের সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের নো-মেন্সল্যান্ডে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। এ সময় এক আবগেঘন মুহূর্তের সৃষ্টি হয়।
২৮ বছর বয়সী সেলিম বলেন, দীর্ঘ ১১ বছর পর মা-বাবার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন