৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩৮৭ হাজি
পবিত্র হজ পালন শেষে প্রথম দিনের ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৩৮৭ জন হাজি। বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।
সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-২০১২ বুধবার রাত ৮টা ২২ মিনিটে ৪১৯ জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে আরও ৫টি ফ্লাইট আসে। প্রথমদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪ টি ফাইটে মোট ২ হাজার ৩৮৭ জন হাজি ফিরে আসেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।
এ বছর সরকারি (ব্যবস্থাপনা সদস্যহ) ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন। তবে হজ পালনের উদ্দেশে সৌদি গিয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের ৬৫ জন মক্কা, ৭ জন মদিনা ও ১৬ জন মিনায় মারা যান।
সর্বশেষ ৬ সেপ্টেম্বর ফেনীর বাসিন্দা খায়রুননেসা (৭০) পবিত্র মক্কা আল-মুকাররমায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ছিল বিএন ০৭২৯৭৭৬।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন