সু চি’র নোবেল কেড়ে নেয়ার দাবি জানালো ৪ লাখ মানুষ
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি’র নোবেল পুরষ্কার কেড়ে নেয়ার দাবি জানিয়েছে ৩ লাখ ৮৬ হাজারের অধিক লোক।
সু চি’র নোবেল কেড়ে নেয়ার দাবিতে তারা নিজেদের স্বাক্ষর করা একটি আবেদন চেঞ্জ ডট অর্গ (Change.org) এ জমা দিয়েছে। কিন্তু সু চি’র নোবেল পুরষ্কার কেড়ে নেয়া যাবে না বলে জানিয়েছে নরওয়ের নোবেল ইনস্টিটিউট।
শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, নোবেল পুরষ্কারের প্রবক্তা আলফ্রেড নোবেল’র ইচ্ছা বা নোবেল ফাউন্ডেশনের বিধান অনুযায়ী নোবেল প্রাপ্তদের কাছ থেকে পুরষ্কার কেড়ে নেয়ার নিয়ম নেই।
মিয়ানমারে গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য অহিংস আন্দোলন করে ১৯৯১ শান্তিতে নোবেল পুরষ্কার পান অং সান সু চি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন