‘ভবন ভাঙতে এক বছর সময় চেয়েছে বিজিএমইএ’
হাতিরঝিলের অবৈধ ভবনটি ভাঙতে আরও এক বছর সময় চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
নতুন ভবন নির্মাণে সময় লাগার কথা জানিয়ে আদালতে সময় চেয়ে আবেদন করেছে সংগঠনটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানান।
এ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ে ১৬ তলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে ছয় মাস সময় দিয়েছিল সুপ্রিমকোর্ট।
জলাধার আইন ভেঙে নির্মিত ওই ভবন হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে। বিজিএমইএ ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে তাও খারিজ হয়ে যায়।
পরে কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চায়। আদালত তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলেছিল।
১১ সেপ্টেম্বর সেই সময়সীমা উত্তীর্ণ হবে। তার আগেই তারা আরও এক বছর সময় চেয়ে আবেদন করল।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলেই আমরা চলে যাব। তবে নতুন ভবন সম্পন্ন হতে আরও এক বছর সময় লাগবে। তাই আমরা মহামান্য আদালতের কাছে আরও একটি বছর চেয়েছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন