সাকিবের পরিবর্তে কে ধরবে হাল?
দক্ষিন আফ্রিকা সিরিজে টেস্ট ম্যাচে বিশ্রাম চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুত্রে জানা গেছে, এটা নিয়ে বিসিবিতে বৈঠকও হযেছে এবং সাকিবকে বিশ্রামের সিদ্ধান্তও দেওয়া হয়েছে। কিন্তু তাহলে প্রশ্ন – সাকিবের জায়গায় আসবে কে?
সাকিব আল হাসান একজন ব্যাটসম্যান। একজন জেনুইন ব্যাটসম্যান। সাকিব আল হাসান একজন বোলার। সে একজন জেনুইন স্পিন বোলার। অর্থাৎ সাকিব আল হাসানের বিপরীতে এমন কাউকে নিতে হবে যে বোলিং এবং ব্যাটিংয়ে পারদর্শী। কিন্তু সাকিবের মত আরেকটি সাকিব শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বেইতো নেই।
এদিকে আফ্রিকা সিরিজে সাতজন জেনুইন ব্যাটসম্যানকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তামিম, সৌম্য, এনামুল, মুমিনুল, মুশফিকুর, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। কিন্তু সাকিব না খেলার কারনে এই পজিশনে হৰয়তো নাসিরকে দেখা যেতে পারে। অথবা সুস্থ হলে দেখা যেতে পারে মোসাদ্দেককে। আবার ইমরুল কায়েসকেও দেখা যেতে পারে স্কোয়াডে।
তবে সব প্রশ্নের উত্তর খুজে পাওয়া যাবে আজ বিকালে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন