বড় ছেলের বউ সামনে হতেও পারিঃ মেহজাবিন

ঈদের টেলিভিশনের নাটক, টেলিছবি, চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সহ কিছুতেই সবর উপস্থিতি মডেল ও অভিনয়শিল্পী মেহজাবিনের। তবে এবারের ঈদটা তার জন্য ছিল একটু অন্যরকম। ঈদে কয়েকটি নাটক-টেলিছবিতে দেখা গেলেও তার অভিনীত ‘বড় ছেলে’ শিরোনামের টেলিছবিটি হয়েছে দেশজুড়ে বেশ প্রশংসিত। শুধু তাই নয়, এর গল্প রয়েছে আলোচনার শীর্ষে। গল্পটি মধ্যবিত্ত ছেলের হলেও টেলিছবিতে বেশ নজর কেড়েছে মেহজাবিনের অভিনয়। তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা নতুন কিছু নয়। তবে এই টেলিছবিতে তার উপস্থিতি আলাদা এক মাত্রা যোগ করেছে। তাই তো টেলিছবির পাশাপাশি প্রশংসার জোয়ারে ভাসছে তার অভিনয়।

‘বড় ছেলে’ টেলিছবি বেশ প্রশংসিত হয়েছে, এতে তার কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই ভালো লাগছে। ঈদের কাজ গুলো দর্শকদের জন্যই করা হয়। যখন কাজের জন্য প্রশংসা পাই তখন খুবই ভালো লাগে। এত কাজের মধ্যে যখন কেউ কোনো একটা কাজকে ভালো বলে প্রশংসা করে তখন এই ভালো লাগাটা কাজের ধারাকে আরও বাড়িয়ে তোলে। কাজ করতে আরও অনুপ্রেরণা পাই। এইজন্য ধন্যবাদ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবং জিয়াউল ফারুক অপূর্ব ভাইকে এবং আমার ভক্তদের।টেলিছবির নামই ‘বড় ছেলে’। একটি ছেলের গল্প। প্রথমে ভেবেছিলাম যেহেতু ছেলের গল্প হয়তবা এতে আমি একটা অংশ হয়েই থাকব। তবে যখন কাজ শুরু হল তখন বুঝলাম এটি আসলে দুজনেরই গল্প। গল্পটা খুবই ইমোশনাল। তবে এতটা যে সাড়া ফেলবে ভাবিনি।”

বাস্তবে বড় ছেলের বউ হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি হেসে উত্তরে বললেন- আমি বিশ্বাস করি, যেটা হয় ভালোর জন্যই হয়। এখন হয়তো বড় ছেলের বউ হই নাই, সামনে হতেও পারি। অথবা এমন হতে পারে কাজের জন্য বউ না হওয়াটাই ভালো ছিলো।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এটি জানান। এছাড়া ‘বড় ছেলে’র পাশাপাশি একই পরিচালকের আরও একটি নাটক ‘ব্যাচ ২৭’ অভিনয় করেছেন।