টি-টুয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের কাছে ইংল্যান্ডের হার
ওয়েস্টইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ২১ রানে হারাল ক্রিকেটের ছোট ফর্মেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ। সেই সাথে এই ফর্মেটে নিজেদের শক্তির ধারাবাহিকতা ধরে রাখল ক্যারিবিয়ানরা। ওয়েস্টইন্ডিজের ১৭৭ রানের জবাবে ১৫৫ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলে ওয়েস্টইন্ডিজের দুই ওপেনার গেইল ও লেভিস। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই মাঠ কাপিয়েছেন ক্রিস গেইল। মাত্র ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার লেভিস করেন ২৮ বলে ৫১ রান। এই দুইজনের পর ১৯ বলে ২৮ রান করেন পাওয়েল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান করে ওয়েস্টইন্ডিজ। ইংল্যান্ডের আদিল রশিদ এবং প্লানকেট তিনটি করে উইকেট নেন।
জবাবা দিতে নেমে ব্রাথওয়েইট নারিনদের তোপে পড়ে ১৯.৩ ওভারে ১৫৫ রানেই অল আউট হয় ইংল্যান্ড। ইংল্যানডের হয়ে হেলস ৪৩, বাটলার ৩০ ও বেয়ারষ্টো করেন ২৭ রান।
ওয়েস্টইন্ডিজের ব্রাথওয়েইট ও উইলিয়ামস ৩টি ও নারিন নেন ২টি উইকেট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন