(-১)+(-১) এর উত্তর দিতে পারেননি ভারতের শিক্ষামন্ত্রী!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে -১ ও -১ এর যোগফলের উত্তর দিতে পারেননি রাজ্যটির শিক্ষামন্ত্রী অরবিন্দ পাণ্ডে। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় হঠাৎ একটি রসায়ন ক্লাসে ঢুকে পড়েন শিক্ষামন্ত্রী। সেখান ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষিকা। তাঁকে শিক্ষামন্ত্রী প্রথমেই ধমকের সুরে জানিয়ে দেন, গণিতে ঋণাত্মক দুটি মানের যোগফল সবসময় ধনাত্বক হয়। ভুল ওই সুত্রটি বলার পর -১ ও -১ এর যোগফল বের করতে চক ডাস্টার হাতে নেমে পড়েন অরবিন্দ। এর সঠিক যোগফল -২। কিন্তু শিক্ষামন্ত্রী জানান উত্তর হবে শূন্য। আর এটা যে ভুল উত্তর তা কোনোমতেই মানতে নারাজ ছিলেন তিনি। তা ছাড়া পুরো সময় ওই নারী শিক্ষকের সঙ্গে গলা তুলে কথা বলেন অরবিন্দ।
শিক্ষকরা পাঠ্যবইয়ের বদলে বিভিন্ন সহায়কা বই পড়াচ্ছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।
সেদিনের ঘটনায় বেশ চটেছেন ঝাড়খণ্ডের সরকারি শিক্ষকরা। মন্ত্রীর খারাপ ব্যবহারের কারণে ক্ষমা চাইতে বলে রাস্তায় প্রতিবাদে নামেন তাঁরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন