পুলিশের সহায়তায় হাঁস পরিবারের রাস্তা পার হওয়ার ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

হাঁস পরিবারটি রাস্তার মধ্যে এসে আর পথ খুঁজে পাচ্ছিল না। কিভাবে রাস্তা পার হবে, তাও বুঝতে পারছিল না।

এ সময় সাহায্যের হাত বাড়ায় ট্রাফিক পুলিশ।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা রাজ্যের। সেখানকার উইলিয়াম কাউন্টিতে হঠাৎ রাস্তার মাঝে একটি বড় মা হাঁস ও তার সঙ্গে বেশ কয়েকটি ছোট হাঁসছানা ইতস্তত ঘোরাঘুরি করছিল। এ সময়েই পুরুষ ও নারী পুলিশ অফিসার ওই হাঁস পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

পুলিশ যখন হাঁসগুলোকে রাস্তা পার করছিল তখন পেছনে একটি গাড়িতে ছিলেন অন্য একজন ব্যক্তি। তিনি হাঁস পরিবারের প্রতি পুলিশের এ দায়িত্ব পালনের দৃশ্য ভিডিও করে রাখেন।

এ সময় প্রায় ২০ সেকেন্ড সময় লাগে হাঁসগুলোকে রাস্তা পার করতে। রাস্তা পার হওয়ার পর থেমে থাকা গাড়িগুলো আবার চলতে শুরু করে।

এ ঘটনার ভিডিওটি অনলাইনে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সূত্র : ডেইলি মেইল।

https://youtu.be/d21g6xgSNSI