রাতের আকাশে উড়ছে এটাই কি তাহলে ভিন গ্রহের প্রানী ?

রাতের আকাশে উড়ছে এটাই কি তাহলে ভিন গ্রহের প্রাণী ? নাকি কোনও বিমান? নাকি কোনও পাখি? না। সম্ভাবনা অনুযায়ী মহাকাশচারীদের অনুমান এটি একটি ‘ইউএফও’ বা ‘আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’৷

মার্কিন মুলুকে বহুবার ভিন গ্রহের যান দেখা গিয়েছে৷ এমনকি ভারতের আকাশেও বেশ কয়েকবার দেখা গিয়েছে৷ তবে এবার তা দেখা গেল আমাদের খুবই চেনা শহরের লখনউ’য়ের আকাশে৷ ভারতের আকাশে ভিন গ্রহের এই যানের আনাগোনা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী মহলে৷ মহাকাশ বিদদের আশঙ্কা এর আগে অনেক বার দেখা গেলেও তা পরে ভুল বলেই চিহ্নিত হয়েছিল৷ তবে এবারের এই দৃশ্যকে একেবারেই হেলায় উড়িয়ে দিচ্ছেন না তাঁরা৷

‘ইউএফও’র এই চিত্রটি তুলেছেন লখনউয়ের বাসিন্দা অমিত ত্রপাঠি৷ তাঁর বাড়ি রাজাজিপুরের ই-ব্লক, সেক্টর-টু’তে৷ তিনি বাড়ির বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলেন এবং সেই সুন্দর মুহূর্তের ফটে তুলছিলেন৷ এমন সময় হঠাৎই তিনি দেখতে পান পরিষ্কার পশ্চিমের আকাশে সূর্য ছাড়াও অপর কোনও একটি বিন্দু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে৷

তিনি প্রথমে ভুল করেন৷ মুহূর্তের মধ্যে তাঁর সন্দেহ হয়, কারণ তিনি দেখেন যে বস্তুটি তিনি দেখছেন সেটি ক্রমশ উজ্জ্বল হচ্ছে৷ তবে খুব কম সময়ের মধ্যে, মাত্র ৪০ মিনিটেই সেটি সোজা ওপরের দিকে উঠে অদৃশ্য হয়ে যায়৷ তিনি এই সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরা-বন্দী করে রাখেন৷ এখন ঘটনাটি নিয়ে বৈজ্ঞানিক মহলে বিপুল আলোচনা শুরু হয়েছে৷ ঘটনার সত্যতা নিয়ে গবেষণা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সর্বোত্র৷ -কলকাতা২৪