একি কান্ড! ঢাকার রাস্তায় ট্রাকে পিছনে বড় বিমান!
তখনও সূর্যাদয় হয়নি, ভোর পাঁচ বাজে। এমন সময় খবর ছড়িয়ে পড়লো বিমান এসেছে তুরাগের রাস্তায়। তাই উৎসুক এলাকাবাসীও ভিড় করতে থাকে সেখানে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এক সময় সেখানে জটলা পাকিয়ে যায়। বেধে যায় যানজট।
এতোদিন যে বিমানকে আকাশে অথবা বিমানবন্দরে দেখেছে সবাই সেই বিমানই আজ তাদের নিজ এলাকার রাস্তায়। তাও আবার সত্যিকারের বিমান। ঘটনাটি ঘটেছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি তুরাগ থানাধীন চন্ডালভোগ ট্রাক স্ট্যান্ড এলাকায়।
দেখা যায়, ট্রাকের পিছনে বাধা রয়েছে বড় বিমানটি। বালু ভর্তি ট্রাকের সাহায্যে টানতে টানতে নিয়ে আসা হয়েছে। বালুর ট্রাক স্ট্যান্ডের লোকজন জানান, রোববার ভোর ৪টার দিকে কে বা কারা এই বিমান নিয়ে এসে এখানে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শী ট্রাক চালক জহিরুল জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে ৪/৫ জন লোক ট্রাক স্ট্যান্ডে এসে বিমানটিকে বিমানবন্দর ভিআইপি গেট থেকে বেধে আনার ব্যাপারে চুক্তি করে। এ সময় জহিরুলের সঙ্গে চুক্তিতে বনিবনা না হলে জিয়া নামের আরেক ট্রাক চালক চার হাজার টাকায় বিমানটিকে দিয়াবাড়ি গোল চত্বরে নিয়ে আসতে রাজি হয়।
পরে ভোর ৫টার দিকে বালুর স্ট্যান্ডের কাছে এই বিমানটিকে এনে রেখে দিতে বাধ্য হয় চালক। রাস্তা সরু থাকার কারণে এটিকে আর দিয়াবাড়ি গোল চত্বরের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
জানা গেছে, উত্তরা ১৩নং সেক্টরের ১নং রোডের ২১নাম্বার বাসার এয়ার ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ (এআইবি) এর ক্রয় করা নষ্ট বিমানটি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়ার জন্য নিয়ে আসা হয়েছে। বিমানটির ডানা ও পিছনের অংশ কেটে প্রতিষ্ঠানটির নিজস্ব খালি প্লট তুরাগের দিয়াবাড়িতে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন