রোনালদোর জোড়া গোলে ডর্টমুন্ড-বাঁধা পেরোল রিয়াল
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের মাঠে সবসময়ই কঠিন পরীক্ষা দিতে হয় রিয়ালকে। এর আগে এই মাঠে ছয় বার খেলেছে দলটি। একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল। এবার যেন ডর্টমুন্ড-বাঁধা পেরোতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল জিনেদিন জিদানের শীষ্যরা।
১৮ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ দক্ষতায় ডর্টমুন্ডের রক্ষণের ওপর দিয়ে গ্যারেথ বেলকে বল বাড়িয়ে দেন কার্ভাহাল। বাঁ পায়ে চোখধাঁধানো ভলিতে ক্রসটা জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ওয়েলস উইঙ্গার।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ ছিল বেশি রোমাঞ্চকর। ৪টি গোলই এসেছে এই সময়। রোনালদোও কারিশমা দেখিয়েছেন দ্বিতীয়ার্ধেই। ৪৯ মিনিটে বেলের বাড়িয়ে দেওয়া বল ডর্টমুন্ডের রাইটব্যাক জেরেমি তোলহান আর গোলকিপার রোমান বুরকিকে হারিয়ে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধানটা ২-০ করে ফেলেন পর্তুগিজ উইঙ্গার। ৫৪ মিনিটে কাস্ত্রোর ক্রস জালে জড়িয়ে পিয়েরে-এমেরিক অবামেয়াং গত চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুর সেই ছবিটা ফিরিয়ে আনার স্বপ্ন দেখাচ্ছিলেন স্বাগতিক দর্শকদের।
যখন সমতায় ফিরতে মরিয়া ডর্টমুন্ড, তখনই রিয়ালের পাল্টা আক্রমণে ভেঙে পড়ে ডর্টমুন্ডের রক্ষণভাগ। লুকা মডরিচের বাড়িয়ে দেওয়া বল ক্ষিপ্রগতিতে বক্সে ঢুকে ডান পায়ের জোরাল শটে ডর্টমুন্ডের জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন রোনালদো। স্প্যানিশ লিগের দুই ম্যাচে গোল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই একের পর এক গোল করে যাচ্ছেন রিয়ালের পুর্তগিজ ফরোয়ার্ড। দুই ম্যাচে এসেছে চার গোল। এটি ছিল রিয়ালের হয়ে রোনালদোর ৪০০ তম ম্যাচ। জোড়া গোল করে মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন সিআর সেভেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন